রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

সীতাকুণ্ডে সামাজিক ও মানবিক সংগঠনগুলোর সাথে অরবিট ডায়াগনস্টিক সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরায় অরবিট ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ারের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রায় ২৭টি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

রেজাউল করিম রাজুর সভাপতিত্বে সাখাওয়াত হোসেন পলাশ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর উপদেষ্টা জনাব আবুল বশর ভূঁইয়া। ম্যানেজিং ডিরেক্টর কামাল উদ্দিন, এডমিন আমজাদ হোসেন টিটু, এবং ডিরেক্টরবৃন্দ মোঃ আলী, মোস্তফা কামাল সুজন, পিন্টু ভৌমিক ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও চক্রবাক ক্লাব, অগ্রদূত ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠনগুলোর দাবি ও প্রস্তাব

উক্ত সভায় সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারের ভবিষ্যৎ উন্নয়ন ও জনসেবামুখী কার্যক্রম আরও বিস্তারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে ছিল—

☞এলাকাবাসীর সুবিধার্থে নতুন মেডিকেল স্থাপন,

☞অ্যাম্বুলেন্স সুবিধা আরও সহজলভ্য ও দ্রুতসেবা নিশ্চিত করা,

☞রোগীদের জন্য স্বচ্ছ ও নির্ভুল টেস্ট রিপোর্ট প্রদান,
☞২৪ ঘণ্টা সার্বক্ষণিক সেবা চালুর প্রস্তাব,
☞অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বৃদ্ধি,
☞সাধারণ মানুষের জন্য কম খরচে উন্নত মেডিকেল সেবা নিশ্চিত করা।

➤স্বাস্থ্যসেবায় অরবিটের ভূমিকা

২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে অরবিট ডায়াগনস্টিক সেন্টার আধুনিক প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ল্যাব টেস্ট, ডেন্টাল কেয়ার, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ নানাবিধ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বর্তমানে ২৭ জন অভিজ্ঞ ডাক্তার ও দক্ষ টেকনিক্যাল টিমের সমন্বয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

➤সমষ্টিগতভাবে কাজের প্রয়োজনীয়তা

সভায় বক্তারা বলেন, সামাজিক সংগঠনগুলো এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একসাথে কাজ করলে সীতাকুণ্ডে একটি আধুনিক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা নিয়মিত এমন মতবিনিময় সভার আয়োজনেরও আহ্বান জানান।

সভা শেষে অরবিট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সকল প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয় এবং সামাজিক ও স্বাস্থ্যসেবা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ