
মো: তাজুল ইসলাম
বোয়ালখালী প্রতিনিধি :
ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন)(প্রত্যাশা-২) এর মানবিক সংগঠন “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক এক সভা ১৩ নভেম্বর বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরস্থ খায়ের মঞ্জিল এলাকায় ব্র্যাক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাস বন্ধু ফোরাম বোয়ালখালীর সভাপতি ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া।
ব্র্যাক সমন্বয়কারী মি: জুয়েল সরকার এর স্বাগত বক্তব্য ও প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক রানু মজুমদার এর উপস্থাপনায় এ সভায় প্রধান আলোচ্যক ছিলেন- ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন) (প্রত্যাশা-২) এর চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম।
এতে প্রবাস বন্ধু ফোরামের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হাজী ছয়ীদুল ইসলাম, সমাজ ও সংগঠক করলডেঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষক উৎপল বড়ুয়া, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, রাবেয়া আক্তার, নমিতা চক্রবর্তী, দিলুয়ারা বেগম, কোহিনুর আক্তার, মিনা দে, শাহিদা বেগম, শামীমা আক্তার, শিক্ষিকা পুষ্প রানী বনিক প্রমুখ। এসভায় অবৈধ পথে বিদেশ যাওয়ার নানান কুফল, বিদেশে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থদের নানান সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোকপাতসহ প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রম নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম।