সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

দিনাজপুরে বিএনপি প্রার্থী পিনাক চৌধুরীর গণসংযোগে জনসমুদ্র

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নির্বাচনী গণসংযোগে উপচে পড়া জনসমাগম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বোচাগঞ্জ উপজেলার আটগাঁ ইউনিয়ন বিএনপির আয়োজনে বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

সভাস্থল ঘিরে বিরল ও বোচাগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। কয়েক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা, ব্যানার-ফেস্টুন হাতে কর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নারী-পুরুষের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মাঠজুড়ে।

প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন,

> “আমি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলাম। এবারও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আমাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন,> “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল—এখানে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য এক: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনা। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

পিনাক চৌধুরী আশ্বাস দেন,> “ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দিনাজপুর-২ আসনে দুর্নীতি, স্বজনপ্রীতি বা অনিয়মের কোনো স্থান থাকবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা বেকারত্ব দূরীকরণ ও এলাকার উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন,> “ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ আর বিভ্রান্ত হবে না। এটি ধানের শীষের ঘাঁটি—এখানকার প্রতিটি কর্মী আজ একেকজন পিনাক চৌধুরী।”

সভায় আটগাঁ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,

> “দিনাজপুর-২ আসনের জনগণ এবার ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ