সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পির ধানের শীষ প্রতীকের কর্মীসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন, “কয়রাবাসীর দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, কয়রা সদরে ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপন এবং সুন্দরবনকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “বিশেষ একটি দল তুমুল প্রতিদ্বন্দ্বিতার কথা বলছে, কিন্তু আমি তো দেখছি এই অঞ্চলে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। কারণ, ধানের শীষ প্রতীক এই এলাকার মানুষের কাছে পরিচিত ও প্রিয় প্রতীক। অতীতে এই প্রতীকে ভোট দিয়েই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেছে।”

মনিরুল হাসান বাপ্পি আরও বলেন, “এই অঞ্চলের মানুষ জানেন—তারা যখন চিকিৎসার জন্য খুলনায় আসে, আমি নিজে হাসপাতালে গিয়ে সহযোগিতা করি; কেউ মামলা-মোকদ্দমায় পড়লে আদালতে পাশে থাকি। মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমার মনোনয়নের খবর পেয়ে কয়রা ও পাইকগাছার প্রতিটি গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কয়রা উপজেলা শাখার উদ্যোগে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পির ধানের শীষ প্রতীকের কর্মীসভা ও প্রচার মিছিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পাইকগাছা-কয়রার হাজার হাজার ত্যাগী নেতাকর্মী দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রাজনীতি করে আসছেন। সিডর, আইলা, আম্পানসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আমি ঝুঁকি নিয়ে এই এলাকার মানুষের পাশে থেকেছি, তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করেছি। তাই এই নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, এবং সঞ্চালনা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,খুলনা জেলা বিএনপির আহবায়ক

মোঃ মনিরুজ্জামান মন্টু। কর্মী সভায় বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সমর্থক সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ