
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি কায়ুম উদ্দিন, সাধারণ সম্পাদক উসমান গণি ইলি, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ও দপ্তর সম্পাদক আজিজ উল্লাহ আজিজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ইং বিকালে হোটেল নিরিবিলি’র হল রুমে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সাথে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা নবগঠিত কমিটির সভাপতি জিয়াবুল হক জিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর আজিজ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ও অর্থ সম্পাদক রেজাউল করিম শরীফসহ প্রমূখ।
এ সময় জেলা সহ সভাপতি কায়ুম উদ্দিন বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি মহান পবিত্র পেশা। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।যেন কোন মানুষ ভুল সংবাদ দ্বারা কষ্ট না পায় সে আহবান জানান।
জেলা সভাপতি খোরশেদ আলম বলেন, সমাজে ঘটে যাওয়া সব ঘটনার সংবাদ আপনারা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেন। সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। সে পবিত্র কলম যেন সমস্ত দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যথাযথ লেখনীর মাধ্যমে দূর করতে পারে সে কামনা করব।
জেলা সাধারণ সম্পাদক উসমান গণি ইলি বলেন,
প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন আগামী ২৭ ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করে তোলার আহবান জানান।