রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

চিরিরবন্দরে অসুস্থ গরু জবাই করায় মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে অসুস্থ গরু জবাই করার অভিযোগে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী।

প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্যানুসারে, অসুস্থ গরুটি জবাই করার আগে অনুমোদন ছাড়াই বিক্রির উদ্দেশ্যে মাংস প্রস্তুত করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।

ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, “মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এমন কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”

এ সময় ইউএনও ওই মাংস বিক্রেতাকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ