রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

দিনাজপুরে খালেদা জিয়াকে প্রার্থী করায় বিএনপি’র আনন্দ র‍্যালি

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দে মেতে উঠেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে দিনাজপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোর-এ শহীদ ময়দানে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা খালেদা জিয়াকে দিনাজপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, সোমবার রাতে প্রার্থিতা ঘোষণার পরদিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের আয়োজন করে বিএনপির তৃণমূল কর্মীরা। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পরও সারাদেশে বিএনপি সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ