রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম পরকিয়ার জের ধরে হত্যা করার মূল আসামি গ্রেফতার

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পুলিশের অভিযানে চট্টগ্রাম আতুরার ডিপু সঙ্গীত আবাসিক এলাকায় হত্যাকাণ্ডের মূল আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম( ৩১) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সূত্রে জানা যায় নিহত মোহাম্মদ হাসিবুল ইসলাম নগরের ২ নাম্বার গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

নিহত মোহাম্মদ হাসিবুল ইসলাম প্রায় ৫ থেকে ৬ মাস আগে প্রীতি তানহা (২৪) নামের এক নারীর সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় , পরে তাহা প্রেমের রূপ নেয়, বিষয়টি জানতে পারে প্রীতি তানহার স্বামী জাহিদুল ইসলাম, তানহার স্বামী এই পরকীয়া মেনে নিতে না পারায় মোহাম্মদ হাসিবুল কে একাধিকবার ফোনে হুমকি দেয়। ৩ নভেম্বর দুপুরে জাহিদুল ইসলাম চা খাওয়ার কথা বলে মোঃ হাসিবুলকে বাসা থেকে বের করে নিয়ে যান , পরে সংগীত আবাসিক এলাকায় মান্নান সাহেবের বাড়ির সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ জাহেদুল কোমর থেকে দারালো চুরি বের করে মোহাম্মদ হাসিবুলের বুকে পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোঃ হাসিবুল কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতর ভাই ইমরান খবর পেলে (চ, ম, ক,) হাসপাতালে গেলেই ভাইয়ের মৃত্যু দেখে তিনি চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের অভিযানে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের সহায়তায় অভিযান চালিয়ে (৪ নভেম্বর) রাত ২:৩০ মিনিটে সময় চাদগাঁও থানা এলাকায় মৌলভী পুকুর পাড় থেকে আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে, পরে পুলিশে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ব্যবহারিত ১টি চুরি, বেকটিমের একজোড়া জুতা, ১টি মোবাইল উদ্ধার করে। পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম কে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ