রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম মনোনয়ন না পেয়ে প্রতি হিংসা মূলক আচরণের কারণে বিএনপির ৪ নেতা বহিষ্কার

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি।

এর পরপরই চট্টগ্রাম ~ ঢাকা মহাসড়কে অবরোধ সহ সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে, মঙ্গলবার ৩ তারিখ অক্টোবর রাতে বিএনপি’র সিনিয়র যুগ্মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড ঢাকা ~ চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা হানাহানি রাস্তায় আগুন এবং রাস্তায় অবরোধ সহ জনস্বার্থে বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন কয়েকজন স্থানীয় নেতা।

ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায সীতাকুণ্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ডে উপজেলার বিএনপি আহবায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়নের শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃত চারজনই বিএনপি’র নেতা আসলাম চৌধুরী অনুসারী হিসাবে পরিচিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ