
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, এনপিপি নড়াইল জেলা সভাপতি শরীফ মুনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, এনপিপি নেতা কাজী শওকত আলী, রেজাউল করীম খান, মোল্লা বদিয়ার রহমান, মেহেদী হাসান অপু, কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, মোঃ তরিকুল ইসলাম, মোঃ কোবাদ শিকদার, মোঃ বদরুজ্জামান হাবিব, মশিউর রহমান মিন্টু, যুবদল নেতা সোহেল রানা সহ অনেকে।
বক্তারা, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বিএনপিসহ জাতীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন গত ১৬ টি বছর বিএনপির সাথে জোটগত ভাবে যুগপত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি।
গত ৪ আগষ্ট আওয়ামী সন্ত্রাসীরা আমার নড়াইলের লোহাগড়ার বাড়ি ভাংচুর করেছে। নির্বাচিত বিএনপির নেতাকর্মীদের পাশে থেকেছি। গ্রেফতার হয়ে যেসব বিএনপি নেতা-কর্মীরা জেল খেটেছেন তাদেরকে বিনা পয়সায় হাইকোর্ট থেকে জামিন করিয়েছি আমি। সবকিছু বিবেচনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে ধানের শীষের মনোনয়ন আমাকে দিবে বলে আমার বিশ্বাস।
আমি আগামীতে এমপি হতে পারলে নড়াইলে মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, বিভিন্ন শিল্প কারখানা তৈরি করে এলাকার বেকার সমস্যা সমাধান করবো।
তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান নড়াইল - ২ আসনে যাকে মনোনয়ন দেবেন দল মত নির্বিশেষে সফল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে নড়াইল ২ আসনটি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিব ইনশাল্লাহ।
শরিফুজ্জামান
নড়াইল