
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরের মেয়ে ও জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়সহ পুরো শহরে আনন্দের বন্যা বইতে থাকে। নেতাকর্মীরা দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন শেষে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
নেতারা বলেন, “দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করব।”