
উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
শিশুদের মেধা ও জ্ঞান বিকাশের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ কুইজ প্রতিযোগিতা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার কুসুমকলি বিদ্যানিকেতন স্কুলে পরীক্ষার মাধ্যমে কুইজ প্রতিযোগিতা যাচাই বাছাই করা হয়। এই শিক্ষামূলক অনুষ্ঠানটি আয়োজিত হয়। শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম রায়হানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
কুসুমকলি বিদ্যানিকেতনের শতাধিক ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী এই কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কুইজ পর্ব ছাড়াও ছাত্রছাত্রীরা গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য শিক্ষামূলক পরিবেশনার মাধ্যমে দিনটিকে মুখরিত করে তোলে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জন সেরা প্রতিযোগী কে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে শিক্ষা সামগ্রী উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহীদ হাফেজ শরিফুলের পিতা শুক্কুর আলী,আহত জুলাই যোদ্ধার পিতা মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবু রায়হান মিসবাহ।
শ্রীপুর উপজেলা যুগ্ম সমন্বয়কারী অ্যাডঃ কামরুল ইসলাম। গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তি আসাদুল ইসলাম ইমন। জেলা জাতীয় ছাত্রশক্তি, সুমন। কুসুমকলি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা, শওকত ওসমান সেলিম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।