রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

রামগঞ্জে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমএ আকবরকে গার্ড অব অনার প্রদান।

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ।

রামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌর ৭ নম্বর ওয়ার্ডের অভিরামপুর গ্রামের বাসিন্দা জনপ্রিয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এম এ আকবর (৭৭) কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

সোমবার ৩ নভেম্বর সকাল ১০ টায় রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এইসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ ও থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমএ আকবর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে পাক হানাদারদের প্রতিহত করে বীরত্বের কৃত্বিত সুনাম অর্জন করেন। তিনি রবিবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।নামাজে জানাজা সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটোয়ারী, পৌর বিএনপির নেতা জাকির হোসেন মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ লক্ষ্মীপুরের ইসলামী আন্দোলনের নেতা সেলিম আঠিয়া, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল সাত্তার লাতু বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার গন্যমান্য বিপুল অসংখ্য লোকজন অংশ গ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ