রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তোফাজ্জল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু কালামসহ মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, তারেক রহমানের ৩১ দফা প্রচারে বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ প্রদান করবে।

এসময় তিনি আরো বলেন, আমি দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। পৌরসভার মেয়র হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। সবার কাছে দোয়া ও সমর্থন চাই।

মোঃ জজ মিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ