মো: রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার প্রশাসনের সাথে বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব ও বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল(৪ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২ টা সীতাকুণ্ড উপজেলার মিলনায়তনে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন সলিমপুর, ভাটিয়ারী, কুমিরা বাঁশবাড়িয়া , বাড়বকুণ্ড মুরাদপুর,বারৈয়ারঢালা, সৈয়দপুর ইউনিয়নের খোঁজ খবর নেন লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে।এখনো যারা অসুস্থ আছে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য করা হচ্ছে।তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিটি ইউনিয়নের ছাত্রদের সাথে একটি আলোচনা করার ব্যবস্তা করার কথাও বলেন।তিনি সীতাকুণ্ড বাসি কে একটি সুন্দর সীতাকুণ্ড উপহার দিতে চাই। এতে সকলের সাহায্য কামনা করেন।
এইদিকে সরকারি প্রশাসনকে সার্বিক সহায়তা করার জন্য বিএনপির নেতা কর্মীদের কে বলেন । বিএনপির নেতা কর্মীরা সরকারি কর্মকর্তা দের পাশে ছিল থাকবে সহযোগিতা করে যাবে। সীতাকু- উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।