সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

চিনাটোলা বাজারে গণসংযোগ ও পথসভা করলেন মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন

যশোর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোরের মণিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন প্রার্থীদের গনসংযোগ চলছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শত শত মোটরসাইকেল বহন নিয়ে মণিরামপুর উপজেলার ১২ নাম্বর শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী- যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ মুছার জ্যেষ্ঠ পুত্র চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুজ্জামান শাহীন।

এসময় তাঁর সাথে মরহুম আলহাজ্ব মোঃ মুছার কনিষ্ঠ পুত্র উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মঈনুল ইসলাম মঈন, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলী, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিন্টু হোসেন সাদ্দাম, যুগ্ম আহবায়ক এস.এম রাকিব হুসাইন, যুবদলের অন্যতম নেতা ডাক্তার মিশুক, চালুয়াহাটি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপির নেতা আঃ রাজ্জাক, ছাত্রদল নেতা ওয়াসিফ আহমেদ শুভ, উপজেলা, শ্যামকুড় ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থকসহ অগণিত সাধারণ ভোটাররা বিপুল সংখ্যক গণসংযোগে অংশ নেন। এমপি প্রার্থী কামরুজ্জামান শাহীন জানান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবে তাঁকেই আমরা বিজয়ী করবো। দলীয় মনোনয়ন পেতে তিনি শতভাগ আশাবাদী। কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজ ব্যক্তিকে দলের মনোনয়ন দিবেন। এক প্রশ্নের জবাবে এমপি প্রার্থী কামরুজ্জামান শাহীন বলেন- দল যদি আমার সকল অবস্থান বিবেচনা করেন, তা হলে আমার বিশ্বাস আমাকেই দলীয়ভাবে মনোনীত করবে বলে আমি আশাবাদী। তাছাড়া মণিরামপুর উপজেলার মানুষ আমাকে এমপি পদে দেখতে চান। তাই মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে এবং কাঙ্খিত উন্নয়ন সততার সাথে নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি। বাকিটা নির্ভর করছে দল ও মানুষের হাতে।

এবার সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন- আমি নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি।ইতোপূর্বেও এলাকার উন্নয়নে কাজ করেছি। ভবিষ্যতেও কাজ করতে চাই। তিনি মতবিনিময়, লিফলেট বিতরণ ও দলের ৩১ দফা প্রচারের মাধ্যমে বিএনপির সংস্কার ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। নেতাকর্মীরা আশা করছেন, মনোনয়ন পেলে তিনি বিএনপির পক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ