
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস ও ২০০৬ সালের লগি-বৈঠার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মডার্ন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী এ্যাড. মাইনুল আলম, সহকারি সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, নেতা মাওলানা মুজিবুর রহমান, ও ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
সমাবেশ শেষে মডার্ন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডার্ন মোড়েই শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ইসলামী আন্দোলনের রক্ত বৃথা যায়নি। যারা ভবিষ্যতে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করবে—আগের স্বৈরাচারের পথে তারা একইভাবে যাবে।” তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।