
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ হয়।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আফজালুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর–৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা।
সভা পরিচালনা করেন দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
অ্যাডভোকেট মাইনুল আলম, জামায়াত মনোনীত প্রার্থী (দিনাজপুর–সদর আসন)
মতিউর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী (দিনাজপুর–১ আসন)
রাসেল রানা, সভাপতি, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর জেলা
বক্তারা বলেন, “পিআর পদ্ধতিসহ ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে জেলা, শহর ও সদর উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জামায়াত নেতারা বলেন, তাদের এই আন্দোলন গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও নির্বাচনী সংস্কারের দাবির অংশ। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় তারা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাবেন।
> “আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের দাবি তুলে ধরব,”— বলেন বক্তারা।