বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

বান্দরবানের লামা-আলীকদমে প্রেমের সম্পর্ককে ঘিরে দুই কিশোর-কিশোরীর পলায়ন

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

লামা ও আলীকদম উপজেলায় একটি আন্তঃসম্প্রদায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বর্তমানে তীব্র জাতিগত উত্তেজনা বিরাজ করছে।

লামা উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরের সাথে আলীকদম উপজেলার ম্রো সম্প্রদায়ের এক কিশোরীর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবার ও সংশ্লিষ্ট দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে :

জানা গেছে, গত ২৫ অক্টোবর, ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় লামা উপজেলার পোপা হেডম্যান পাড়ার বাসিন্দা টনি ত্রিপুরা (১৭) আলীকদম উপজেলার লাংরিপাড়ার বাসিন্দা রো রাম ম্রো (১৬)-কে তাঁর নিজ বাসা থেকে নিয়ে আসেন। বর্তমানে মেয়েটি লামার পোপা হেডম্যান পাড়ায় টনি ত্রিপুরার বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র মতে, ত্রিপুরা কিশোর টনি ত্রিপুরা (পিতা: অংতহা ত্রিপুরা) এবং ম্রো কিশোরী রো রাম ম্রো (পিতা: সাকনাও ম্রো, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক বিদ্যমান ছিল। এই সম্পর্কের জের ধরেই কিশোরী রো রাম ম্রো স্বেচ্ছায় টনি ত্রিপুরার সাথে চলে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। লামা উপজেলাস্থ পোপা হেডম্যান পাড়ার ০৭ নং ওয়ার্ড মেম্বার শলোমন ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার দিন রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রো রাম ম্রো প্রথমে তাঁর প্রতিবেশী মেনকুম ম্রোর সহায়তায় বাড়ি থেকে পালিয়ে আলীকদম পান বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েকজন বাঙালি যুবকের সহায়তায় তিনি আলীকদম পান বাজার পর্যন্ত পৌঁছান। সেখান থেকে টনি ত্রিপুরা মোটর সাইকেলে করে তাঁকে লামা উপজেলাস্থ পোপা হেডম্যান পাড়ায় তাঁর বাড়িতে নিয়ে আসেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের পাশাপাশি দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো ধরনের জাতিগত সংঘাত এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি সামাজিকভাবে অথবা আইনি প্রক্রিয়ায় মীমাংসা করে জাতিগত সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ