
মিয়াদ হাসান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩৪ শতাংশ। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩১ হাজার ৪২১ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৭৮৩ জন, যার মধ্যে ১০ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
ছাত্র-ছাত্রীদের ফলাফল বিশ্লেষণ
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন ছাত্র এবং ৪ হাজার ৮২৩ জন ছাত্রী। বিশ্লেষণে দেখা গেছে, ছাত্রীদের পাসের হার তুলনামূলকভাবে বেশি, যা নারী শিক্ষার অগ্রযাত্রায় বাউবির ইতিবাচক ভূমিকার প্রতিফলন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পাবলিক ওপেন ইউনিভার্সিটি, যা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত এবং কর্মজীবী মানুষদের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছে। বিশেষ করে এইচএসসি প্রোগ্রামটি দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ উন্মুক্ত করছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক আঞ্চলিক কেন্দ্র থেকে জানা গেছে, এ বছর নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের হার উভয়ই উল্লেখযোগ্য হারে বেড়েছে। বগুড়া, খুলনা ও রাজশাহী কেন্দ্রের ফলাফল তুলনামূলকভাবে ভালো ছিল।
শিক্ষার্থীরা বাউবির অফিসিয়াল ওয়েবসাইট result.bou.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া নির্ধারিত এসএমএস ফরম্যাট ব্যবহার করেও ফলাফল জানা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন রেজাল্ট শিট থেকে বিষয়ভিত্তিক নম্বর ও গ্রেড জানতে পারবেন এবং প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে “শিক্ষা সবার জন্য” এই লক্ষ্য নিয়ে কাজ করছে। এবারের এইচএসসি ফলাফল সেই ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষা ব্যবস্থার এই উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা।