রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাতির ও দেশের কল্যাণে

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

সাংবাদিকতা — এটি শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও অঙ্গীকার। সাংবাদিকের কলম যেন কখনোই কোনো রাজনৈতিক দলের ব্যানার বা ব্যক্তিস্বার্থের অস্ত্র না হয়। বরং সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত সত্য অনুসন্ধান, সমাজের কল্যাণ এবং দেশের উন্নয়ন।

আজকের যুগে সংবাদ মাধ্যম শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার। তাই সাংবাদিকদের উচিত নিরপেক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করা। সাংবাদিক যদি দলীয় স্বার্থে পরিচালিত হন, তাহলে সংবাদপত্র ও গণমাধ্যম হারিয়ে ফেলে বিশ্বাসযোগ্যতা, এবং জনগণ হারায় তাদের আস্থার জায়গা।

সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলোকে আলোর মুখে আনা যায়। দুর্নীতি, অন্যায়, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে কলমকে জাগ্রত রাখা – সেটিই একজন প্রকৃত সাংবাদিকের নৈতিক দায়িত্ব।

আজ যখন বিশ্বজুড়ে তথ্যযুদ্ধ চলছে, তখন সাংবাদিকদের উচিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকা, যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করা। কারণ, একটিমাত্র ভুল তথ্যও সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে।

সাংবাদিকতা কেবল সংবাদ প্রচার নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং নাগরিক চেতনা জাগ্রত করার জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

তাই সাংবাদিকতা হবে জনগণের জন্য, দেশের জন্য, আর জাতির কল্যাণে — কোনো দলের, ব্যক্তির বা স্বার্থগোষ্ঠীর জন্য নয়।

একজন প্রকৃত সাংবাদিকের কলম যেন সবসময় থাকে সত্যের পাশে, ন্যায়ের পক্ষে, আর মানুষের কল্যাণে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ