সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

নড়াইল-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত নড়াইলের মুলিয়া ইউনিয়নের মুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখা ৩১দফার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মালাকার, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান,জেলা ছাত্রদলের সভাপতি মোঃফরিদ হোসেন বিশ্বাস,জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবির হোসেন, মুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারক হাজরা, যুগ্ম সম্পাদক দীপক কুমার বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক সাধন বিশ্বাস,সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান,পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আবেদিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শাহরিয়ার রিজভী জর্জ তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে খুব জোরে শোরে দেশ নায়ক তারেক রহমান ও ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ধানের শীষের পক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ