
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধ।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ অঞ্চল(সিইপিজেড)কারখানায় গত ১৬/১০/২৫ ইং বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রায় ২৫ ঘন্টার পর শুক্রবার (১৭ই অক্টোবর)দুপুরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস আরও জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভাতে আরও সময় লাগবে। এখনো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে, কারখানাটির কোন মালিক সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে রাজি না হওয়াতেই কি কারনে আগুনের সূত্রপাত তাহা জানা যায়নি। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতম অফিসার আরো জানাই কোন লোকজন ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ দুপুরের সময়ে লাঞ্চের সময় ছিল, ওই সময় লোকজন সবাই লাঞ্চ করার জন্য বাহিরে ছিল, তাই ক্ষয় ক্ষতি আশঙ্কা থেকে বেঁচে গেল গার্মেন্টসের শ্রমিকরা।