
মোহাম্মদ নূরনবী, কক্সবাজার শহর প্রতিনিধি
“ক্রীড়ামুখী তরুণ চাই, মাদকমুক্ত সমাজ চাই”— এই স্লোগানকে সামনে রেখে জুমছড়ি উন্মুক্ত সাইফুল গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঝমকালো আয়োজনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাইজপাড়া ফুটবল একাদশ ও ধাউনখালি ফুটবল একাদশ। খেলার মূল লক্ষ্য ছিল কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের তরুণ খেলোয়াড়দের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সমাজকে মাদকমুক্ত রাখা।
১৩ অক্টোবর বিকেল ৪টায় শুরু হওয়া ৫০ মিনিটের নির্ধারিত সময়ের খেলাটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। খেলার প্রথমার্ধে মাইজপাড়া দল ১–০ গোলে এগিয়ে গেলেও, কিছুক্ষণ পরেই ধাউনখালি দল সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে ধাউনখালি ফুটবল একাদশ এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
খেলা পরিচালনা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন_
নুরুল আলম ,জসিম উদ্দিন মুন্না ,হামিদ বিন তাহের ,
বেলাল উদ্দিন,ফয়সাল উদ্দিন ,মোহাম্মদ আলী,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুমছড়ি চেরাংঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব।
উদ্বোধক ছিলেন সাইফুল ইসলাম সোহাগ, মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২, পিএম খালি ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আলম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রতিনিধি, পিএম খালি ইউনিয়ন পরিষদ।
এছাড়াও পিএম খালির গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকার নেতৃবৃন্দ খেলাটি উপভোগ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
খেলায় অংশ নেওয়া দুই দলই সৌদি প্রবাসী পিএম খালির সন্তান সাইফুল ইসলাম এর নামে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়রা ভবিষ্যতে যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে একত্রিত করার প্রতিশ্রুতি দেন এবং পিএম খালি ইউনিয়নের উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টদের মতে, এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং প্রজন্মের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বের অনন্য প্রতীক হয়ে থাকবে।