মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বোয়ালখালীর জালাল ড্রাইভার

বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

পটিয়া বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মো: জালাল (৫০) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইপাসের গাজীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালালের বাড়ি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী জমাদ্দারহাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীর বাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা খেলে সেটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে সহকর্মী সিএনজি চালক মো. নুরুজ্জামান তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ