
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম।
বৃহস্পতিবার ৯/১০/২৫ ইং কক্সবাজার পেকুয়া থেকে আসা বরযাত্রী এবং চট্টগ্রাম বাঁশখালী থানার সি এন জি একসাথে একই রাস্তা দিয়ে ২টি গাড়ি চট্টগ্রাম মুখি আসতে থাকে, হঠাৎ করে এক ড্রাইভার আরেক ড্রাইভারকে গাড়ি ওভারটেক করার সময় একজন আরেক জনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে বরযাত্রী গাড়ি থেকে একজন যাত্রী এসে সি এন জি ড্রাইভার কালু (৩৫)পিতা মরহুম মোহাম্মদ ইদ্রিস বাঁশখালি পূর্ব পুইছড়ি ৪ নাম্বার ওয়ার্ড এর উপর আক্রমণ শুরু করে, সেখানে ড্রাইভার কালো মাথায় গুরুতর আঘাত লাগে আঘাতের কারণে ড্রাইভার কালু মাটিতে পড়ে যায়, তখন সি এন জিতে থাকা লোকজন তাহাকে সেখান থেকে তুলে নিয়ে বাঁশখালী প্রেমবাজার চিকিৎসক মোহাম্মদ খালেক এর চেম্বারে নিয়ে আসে, চিকিৎসক মোঃ খালেক বলেন ড্রাইভার কালোর মাথায় গুতর আঘাত হয়ে মাথায় সেলাই করা হয়, তখন বাঁশখালী প্রেম বাজার ড্রাইভার কালুর আত্মীয়-স্বজন এসে পেকুয়া থেকে আশা বরযাত্রীদের উপর ক্ষিপ্ত হয়, তখন ঘটনা উত্তেজিত হয়ে গেলে বরযাত্রীরা পেকুয়া থানার সাহায্য চাইলে তৎক্ষণিক পেকুয়া থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এর নির্দেশে পেকুয়া থানার তদন্ত অফিসার এবং বাঁশখালী থানার এস আই জামাল ঘটনাস্থালে এসে নিয়ন্ত্রণে এনে বিচারের প্রক্রিয়া নিয়ে আসে একটা সমাধান করে দিবে বলে জানাই এস আই জামাল বাঁশখালী থানা, আহত ড্রাইভার কালু জানাই আমাকে অন্য এভাবে মেরেছে পেকুয়া বরযাত্রী ও বরযাত্রীর গাড়ির ড্রাইভার আমি এদের উপযুক্ত বিচার দাবি করি বাঁশখালী থানার প্রশাসন ও পেকুয়া থানার প্রশাসন থেকে।