মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

লোহাগড়ায় খোদ থানা চত্বর থেকে ইজিভ্যান চুরি

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

এবার লোহাগড়া থানা চত্বর থেকে একটি ইজিভ্যান চুরি হয়েছে। চুরি যাওয়া ইজিভ্যানটির মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত ইজিভ্যান চালক রাজু মোল্লা জানিয়েছেন, লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার দরিদ্র ইজিভ্যান চালক রাজু মোল্যা প্রতিদিনের ন্যায় ইজিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। দুপুর দেড়টার দিকে শহরের জয়পুর জামরুলতলা থেকে অপরিচিত দু’জন ব্যক্তি রাজুর ভ্যান ভাড়া করে লক্ষ্মীপাশা একতা ক্লিনিকের সামনে নিয়ে আসেন। সেখানে ওই দু’জন অপরিচিত ব্যক্তির সাথে অপর একজন মোটরসাইকেল চালক যুক্ত হয়। এরপর ওই অপরিচিত তিন ব্যক্তি ইজিভ্যান চালক
রাজুকে মহিলা যাত্রী থানা থেকে নেওয়ার কথা বলে থানা চত্বরে নিয়ে যায়। রাজু তার ব্যবহৃত ইজিভ্যানটি থানা ভবনের সামনে রেখে ওই অপরিচিত ব্যক্তিদের ‘কাগজ সহি’ করতে হবে বলে তাকে থানা মসজিদের সামনে নিয়ে যায়। এ সময় রাজু সরল বিশ্বাসে থানা মসজিদের সামনে এসে কাউকে না পেয়ে পুনরায় থানা চত্বরে এসে দেখতে পান, তার ব্যবহৃত ইজিভ্যানটি সেখানে নেই। এরপর ইজি ভ্যান চালক রাজু সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও ইজিভ্যানটির কোন সন্ধান পাওয়া যায় নাই। এদিকে, দরিদ্র রাজুর ইজিভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি মুষড়ে পড়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, সৃষ্ট ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ