
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আজ রোববার (৫ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষে মধ্যনগর উপজেলা বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি মধ্যনগর বাজার প্রদক্ষিণ করে। পরে মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তপন কুমার সরকার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল কাদির।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন মাখন চন্দ্র মহানায়ক, সিনিয়র শিক্ষক, বি.পি. স্কুল অ্যান্ড কলেজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব গোলাম কিবরিয়া (মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ), তিতাস মাহমুদ (মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ সাজল মিয়া (আবিদনগর উচ্চ বিদ্যালয়), বাবু সমীরন সরকার (মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ), মোঃ শরিফুল আলম (জামেয়া হাতেমিয়া মাদ্রাসা, বলরামপুর), প্রভাষক জনাব সুজন সরকার এবং অন্যান্য সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক জাতি গঠনের কারিগর। শিক্ষকদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা ছাড়া জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”
সভাপতি তপন কুমার সরকার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, “পরবর্তী সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মসূচি পালন করব। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
আলোচনা সভার মাধ্যমে মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।