মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে এন মোহাম্মদ সুপারলীগ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় মাওয়া টার্ফ মাঠে এ টূর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
এতে অতিথি ছিলেন-বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুর রহমান,
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধীর বড়ুয়া এন মোহাম্মদ গ্রুপের চীফ ফিনিসিয়াল অফিসার মোঃ ফরমান তৈয়ব, চীফ বিজনেস অফিসার মোঃ মোস্তাক চৌধুরী, চীফ অপারেটিং অফিসার মো: অহেদুজ্জামান মাসুদ, এজিএম, অপারেশন্স & ডেভেলপমেন্ট মো: জাকির হোসেন, এজিএম, ব্র্যান্ড & মার্কেটিং মো: নিয়াজ মোর্শেদ, সহকারী মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানব সম্পদ মোঃ আবু আলম।
এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক তৌহিদুল আলম, বিপ্লব জলদাস, তাজুল ইসলাম মানিক, সাহেদ হোসাইন ছোটন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন- এন মোহাম্মদ ফ্যাক্টরীর বিভক্ত টূর্ণামেন্ট গ্রুপের
-এডমিন ওয়ারিয়রস(৩) বনাম কুলসুমা ইউনাইটেড ( ৩)।
এ টূর্ণামেন্টে গ্রুপ ভিত্তিক মোট মোট খেলা ১৯ টি, ১২টি টীম এবং এ টূর্ণামেন্ট ২মাস চলবে।