1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এ বছরে শীত কেমন হবে, কম হবে নাকি বেশী হবে? সেনবাগের সড়কে যানযট নিরসনকল্পে ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবা বোঝাই সিএনজিসহ চালক আটক। নাসিরনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংসদ পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান। সড়ক দুর্ঘটনায় চৌগাছায় এক নারীর মৃত্যু। নরসিংদীতে ১২ ডিসেম্বর জেলা হানাদার মুক্ত দিবস পালিত। রায়পুরা উপজেলার সাংবাদিক দের সাথে, নবাগত ইউ,এন,ও র মতবিনিময় সভা। সাতক্ষীরায় ইউএনওর অভিযানে চিংড়িতে পুশ করায় ১লক্ষ টাকা জরিমানা। দেশে ফিরেছেন মির্জা ফখরুল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক দুম্বার মাংস বিতরণ ।

যশোরের বেনাপোল চেকপোস্ট পাসপোর্ট দালাল নিষিদ্ধ হুঁশিয়ারি :

নাজমুল হাসান সিনিয়র রিপোর্টার যশোর :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

নাজমুল হাসান সিনিয়র রিপোর্টার যশোর :

যশোরের বেনাপোল বন্দরে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনায় অভিযুক্ত ৮ টি সাইনবোর্ড ও সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে, যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ এছাড়া আরো ৪টি দোকান মালিককে সতর্ক বার্তা সহ কঠিন হুঁশিয়ার।

মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোষ্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। এসময় সেখানে উপস্থিতভছিলেন বাজার কমিটির সভাপতি ও এশিয়ান টিভির সম্মানিত সাংবাদিক মিলন,৯ নম্বর ওয়ার্ড বি এন পি সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস আলী ইদু,এবং সাদিপুর ওয়ার্ডের নেতা কর্মীগণ,ও স্বনামধন্য মিডিয়া কর্মকর্তা সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণের তথ্য মতে এবং, উপযুক্ত প্রমাণস্বরূপ অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন, চৌধুরী সুপার মার্কেটের রবি,সাইদুর সুপার মার্কেটের বাবুল,রেজাউল সুপার মার্কেটের হামিদ,ইউনুস সুপার মার্কেটে বরিশালের শামীম,বাবু,রিদাই, রবি,সয়েব,ইবাদত, হৃদয়,শিমুল, ইমরান ও মারুফ, বকুল,আওয়াল,আরো অজ্ঞাত ৫০ জনের বেশি।

এর আগে জালিয়াতির ঘটনায় চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে মামলা দেওয়া হয়েছিল। এদের মধ্যে বন্দরের সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম এবং চৌধুরী ও মসজিদ মার্কেটের সাইবোর্ড বিহীন ৯ টা দোকান তালা মারে পুলিশ । তবে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আবারও প্রতারনায় জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, চিকিৎসা ব্যবসাসহ বিভিন্ন কাজে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে ভারতে। এসব যাত্রীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট যোগে বন্দরে নামে, তখন এক শ্রেনীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমন ট্রাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন ঘরে বসায়। পরে বিভিন্ন প্রতারনার মাধ্যমে কখনো ভয় ভিতী দেখিয়ে সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়। এছাড়া একটি মহল ছিল বন্দর ও কাস্টমসের ছিল জাল তৈরী করে ভ্রমন তবে সেখানে বিভিন্ন সংস্থ্যার নিরাপত্তা বাহিনী থাকলেও প্রতিরোধে তেমন কোন ভুমিকা রাখতো না। সবশেষে গত সোমবার বন্দরের প্যাছেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত ৮ টি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সুমন ভক্ত জানান, প্রতিদিন নানান কৌশলে পাসপোর্টধারীদের জিম্মী করে ছিনতাই করে আসছিল প্রতারক চক্ররা। এধরনের প্রতারকদের ৮ টি অবৈধ প্রতিষ্ঠানে তালা মারা হয়েছে, পুলিশের পক্ষ থেকে, এছাড়া অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগে ১০ টি প্রতিষ্ঠানে তালা মারা হয়েছিল বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এবং পরিবহন কর্মকর্তা-কর্মচারীদের কে কঠিন হুঁশিয়ারি দেন,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত, ভারত থেকে আগত বিভিন্ন যাত্রীদেরকে যেন হয়রানি না দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD