দিরাই উপজেলা স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা-নবমীতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জ দিরাই পৌরশহরের
সার্বজননী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ
পরিদর্শন করেন মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি (জিওসি ১৭ পদাতিক ডিভিশন)
(১অক্টোবর) বুধবার দুপুরে দিরাইয়ে সার্বজননী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ
পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কোশল
বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। এসময় সার্বজননী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ
পরিদর্শন কালে পূজা মন্ডপের সভাপতি দিলীপ কুমার তালুকদার এর সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান,কর্নেল আবু তারেক মোহাম্মদ রাসেদ,লেঃ কর্নেল আওলাদ হোসেন,
লেঃ কর্নেল অলীউর রহমান
মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান বলেন, সম্প্রীতির নিদর্শণ হচ্ছে এই দিরাই উপজেলা । এই উপজেলার প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে দীর্ঘদিনের একটা সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আমরা জানতে পেরেছি।
তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের এই পূজোঁর আনন্দ উৎসব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য
আইনশৃঙ্খলা বাহিনীর, সদস্যরা সার্বক্ষণিক ভাবে নিরাপত্তায় কাজ করে যাচ্ছে এবং প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সেনাবাহিনী ও পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করে যাবে।