মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

দিরাইয়ে শান্তিপূর্ণ সার্বজনীন দুর্গাপূজা, পরিদর্শনে বিএনপি নেতা হুমায়ুন কবির তালুকদার

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন পূজা মন্ডপগুলোতে চলছে পূজার বর্ণিল আয়োজন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলা সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে জননেতা জনাব নাছির উদ্দীন চৌধুরীর নির্দেশে দিরাই উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

হুমায়ুন কবির তালুকদার বলেন, “সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ ধরনের আয়োজন আমাদের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির প্রতীক। সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।”

পূজা মন্ডপ পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী বাচ্ছু মিয়া, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া ও সিজিল মিয়া, যুবদল নেতা আব্দুল কাদির, পৌর কৃষকদল নেতা সামসুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা তামবির হোসেন এবং তরুণ দলের উপজেলা সভাপতি বাবুল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় হিন্দু সম্প্রদায় বিএনপি নেতাদের এ সফরকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক নেতাদের এমন পাশে পাওয়া ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতায় দুর্গাপূজা উৎসব এখন এক মিলনমেলায় রূপ নিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ