মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গনেশতলা বারোয়ারী সমিতি রায়সাহেব বাড়ির রথখোলা দুর্গা মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম। বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি পূজা মন্ডপে পৌঁছে পূজার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হাসান, গনেশতলা বারোয়ারী সমিতি রায়সাহেব বাড়ির রথখোলা দুর্গা মন্দির কমিটির সভাপতি স্বপন বোস, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজসহ কমিটির অন্যান্য সদস্য ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ জানান, তিনি টানা ১০ বছর ধরে নিষ্ঠার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে পূজা মন্ডপে কখনও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিবছর আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি নিয়মিত কীর্তন ও ভক্তদের আরাধনা চলে আসছে।
তিনি আরও বলেন, “এ উৎসব কেবল হিন্দু ধর্মাবলম্বীদের নয়, অন্যান্য ধর্মের মানুষও আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে থাকেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”