মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

রামগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালানোয় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রামগঞ্জ প্রতিনিধি,।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি,।

লক্ষ্মীপুরের রামগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনার অভিযোগে নাঈম হোসাইন পিয়াল (২৩) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুরের মো. ছলেমানের মেয়ে ফাতেমাতুল জোহরা রাইছা (১৬) স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করত। প্রায় দুই বছর ধরে একই এলাকার মৃত আবুল খায়ের লেদার ছেলে নাঈম হোসাইন পিয়ালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্র ধরে গত ৯ সেপ্টেম্বর পিয়াল ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় এবং স্থানীয় কাজির মাধ্যমে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বিয়ে সম্পন্ন করে।

ঘটনার পর রাইছার মা আমেনা বেগম ১৩ সেপ্টেম্বর রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তিনি ধর্ষণ মামলা (নং-১৪, তারিখ ২৫/৯) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রামগঞ্জ থানা পুলিশ ও সোনাইমুড়ী থানা পুলিশের সহযোগিতায় সোনাইমুড়ী কলেজের সামনে থেকে পিয়াল ও রাইছাকে আটক করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নাঈম হোসাইন পিয়াল চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ