
মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য আয়োজন—‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’।
২৭ সেপ্টেম্বর রোজ শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত) এ মহোৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠানিত হবে। এবং এই অনুষ্ঠানে
স্থানীয় মালয়েশিয়ান দর্শনারথীও উপস্থিত থাকবেন।
এই উৎসবে মঞ্চ মাতাবেন মনির খান ও লুইপা। তাদের পরিবেশনায় পুরো আয়োজনে এক নতুন মাত্রা যোগ করবে।
দিনব্যাপী এই উৎসবে গান ছাড়াও নানা ধরনের আয়োজন।যেমন প্রবাসী বাংলাদেশি ও মালয়শিয়ান দর্শকদের জন্য নাচ, ফ্যাশন শোর পাশাপাশি আধুনিক সংগীতের আয়োজন করা হবে।
এবং এই অনুষ্ঠানে রয়েছে নানা বৈচিত্র্যে ভরপুর আয়োজন যেমন :
এক্সিবিশন জোন: রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও হস্তশিল্প খাতের শক্তি প্রদর্শন। এন্টারটেইনমেন্ট জোন: বাংলাদেশ ও মালয়েশিয়ার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও লাইভ কনসার্ট।