সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে ১১৭বোতল ফেন্সিডিলসহ  ১জন মাদক কারবারী গ্রেফতার। 

মো: রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম
বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হতে একটি টাটা ট্রাক থেকে ১১৭ বোতল ফেন্সিডিসহ রাজ্জাক মিয়া (৫৪) নামের ১ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র‍‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা। 

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারী ১। মোহাম্মদ রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার ,মালগ্রাম মধ্যপাড়া,মৃত চাঁন মিয়া,ও মাতা মৃত রাবেয়া বেগমের ছেলে ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার দুপুর ১ টার  দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 

পৌরসভার ব্রাক মোড় বাঁশকাটা মোড়ে রংপুর টু বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে মহাসড়কের উপর পাকা রাস্তার একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। সে সময়  একটি সাদা রংয়ের পিকআপ থেকে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ১১৭বোতল ফেন্সিডিলসহ ।০১ (এক) জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয় একই সঙ্গে পিকআপটিও জব্দ করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ