বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশের নির্বাচন কমিশনার এবং আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS) ২০২৫-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলকে সংবর্ধনা

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

১৮ সেপ্টেম্বর ২০২৫মালয়েশিয়া সফররত নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং ২১তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS) ২০২৫-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দল-কে সংবর্ধনা দিয়েছে কুয়ালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ।

প্রতিনিধি দলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর প্রেসিডেন্ট সাব্বির এ খানসহ চেম্বারের অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিবর্গ ও মেলায় অংশগ্রহণকারী ব‍্যবসা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় হাইকমিশনের চ‍্যান্সারী ভবনে তাদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর মিশনের মিলনায়তনে সকলের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে মান‍্যবর ভারপ্রাপ্ত হাই কমিশনার স্বাগত বক্তব্য প্রদান করেন যেখানে তিনি কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস‍্যদের সাথে মত বিনিময় করার জন‍্য নির্বাচন কমিশনার এবং মিহাস প্রতিনিধি দলকে আন্তরিক ধন‍্যবাদ জানান।

নির্বাচন কমিশনার তাঁর মালয়েশিয়া সফরকে সমৃদ্ধ ও অর্থবহ করার লক্ষ্যে মিশন কর্তৃক গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। আসন্ন নির্বাচনে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের ভোটদান নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রসহ অন‍্যান‍্য সেবাপ্রদান তরান্বিত করতে মিশনকে তিনি নির্দেশনা দেন। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং টিম- স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

হালাল শোকেসে অংশ নেওয়া বাংলাদেশ সরকারের প্রতিনিধিদল এবং ব‍্যবসা প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগন মিশনের বানিজ‍্য ও বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে অতিথিবৃন্দ মিশনের নতুন ভবনের বিভিন্ন কক্ষ এবং নির্মানাধীন সেবাকেন্দ্রসমূহ ঘুরে দেখেন। সবশেষে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ