জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁয় ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপদযাপন করেছে আদিবাসীদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ। আজ মঙ্গলবার বিকেল ২টায় নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনার থেকে র্যালী শুরু করে নওগাঁ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তির মোড় শহীদ মিনারে এসে শেষ হয় এবং আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, নরেন চন্দ্র পাহান ও জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ,নকুল পাহান এর সঞ্চালনায়
আদিবাসী নেতৃবৃন্দ অন্তর্বতীকালীন সরকারের কাছে নিজেদের ৯ দফা দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, স্বাধীনের পর কত বছর পেরিয়ে গেছে তবু আদিবাসীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাংবিধানিক স্বীকৃতিটুকু জুটেনি; বরং দিনে-দিনে জমি হারিয়ে তারা ভূমিহীনে পরিণত হচ্ছে। সমতলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনসহ জীবনমান উন্নয়ন, জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়নের তেমন উদ্যোগ নেয়া হয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর!
সমাবেশ আদিবাসী পরিষদের নেতারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ; সরকারি চাকরিতে কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবরদখল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের কাছে নানা দাবি জানান।এসম বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,সুভাষ চন্দ্র হেবব্রম,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নওগাঁ জেলা সমন্বয়ক, জয়নাল আবেদীন মুকুল,নিয়ামতপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা,নওগাঁ সদর উপজেলা নিতাই পাহান।পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ধিরেন লাকড়া,সাধারণ সম্পাদক আইচান পাহান,সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র মুন্ডান, পত্নীতলা হাকিম উরাও, শুকুমার পাহান, মহাদেবপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি যোগেশ উরাও,নওগাঁ জেলা শাখা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মিঠুন পাহান, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা শাখার চঞ্চল পাহান, পোরশা উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নিরেন পাহান, শাকিল পাহানসহ নওগাঁ জেলা আদিবাসী নারী পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন