মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি।
রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাউজান উপজেলার ২ নং ডাবুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রমতে, ইউপি সদস্য জসিম উদ্দিনের সঙ্গে ছেলের ঝগড়া হয়। এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে।
এ প্রসঙ্গে কথা বললে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানিনা।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, ‘এই ধরনের কোনো তথ্য পায়নি। আমি চট্টগ্রাম নগরীতে আছি। খবর নিয়ে পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ২০২২ সালে ১৬ই মার্চ বিষপানে আত্মহত্যা করেছিল ইউপি সদস্য জসিম উদ্দিনের মেয়ে আইরিন সুলতানা নিপা (২০)। সে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছিল।