ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
সাংবাদিকেরা সাদাকে সাদা আর কালাকে কালা বলবেন এটাই তাদের নিকট প্রত্যাশা করি। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার একথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় নয়। তিনি বলেন, দলের লোকজনকে আসন্ন দুর্গাপূজার পূজা মন্ডপ পাহারা দিতে হবে। আমরা উনার নির্দেশ অনুযায়ী কাজ করছি। এবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৬দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু উত্তরাঞ্চলে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যার কারণে ওই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে এবং এতে যে টাকা খরচ হতো উহা বন্যার্তদের জন্য খরচ করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সেনা প্রধান দেশ প্রেমের পরিচয় দিয়েছেন। এতে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়েছে। এসময় তিনি তাদের দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি নেতা ওয়াজেদুল ইসলাম, মৎস্যজীবীদল নেতা হযরত আহমেদ সাকিব, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহিদ সরকার, পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মোস্তফা, আজাহারুল ইসলাম, এনামুল হক বাবুল, কাউন্সিলর মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুবনেতা শাহজাহান সিরাজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক সরকার, বিএনপি নেতা ফজলুল করিম, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাবেক কাউন্সিলর নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম, সেকান্দর, তোফাজ্জল হোসেন, ক্বারী সুলতান আহমদ, মিজান আকন্দ, কামরুল ইসলাম খান, সেলিম রানা, রাজন, আজহারুল ইসলাম, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।