শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধঃ
বন্দরের নবীগঞ্জে জমি নিয়ে বিরোধ। মামলা চলমান থাকার পরেও বাড়ির কাজ চালিয়ে যাচ্ছে রাকিব উদ্দিন চৌধুরী নাইম।এতে সঠিক সমাধান চাচ্ছে খোকন ভেন্ডার।
দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলাম বাগ এলাকার রাকিব উদ্দিন চৌধুরী ওরফে নাইম পাশের বাড়ির ১শতাংশ ৬৪ পয়েন্ট অতিরিক্ত জায়গা ভোগ দখল করে আছে।যার ফলে পার্শ্ববর্তী মোঃ সোহাগ, মোসাঃ সোহাগী,মোসাঃ মিলন আক্তার, শামীমা আক্তার, রোকসানা আক্তার এবং আফনান আহমেদ অর্পিতার জায়গা কমে গেছে।
গত ১৯/১০/২০২৩ ইং তারিখে রাকিব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ,বন্দর আদালতেে মামলা করেন।মামলার বাদীপক্ষ ছিলেন, ১/ মোঃ সোহাগ,
২/মোসাঃ সোহাগী আক্তার, উভয় পিতা মৃতঃ মোঃনাসির মিয়া,
৩/মোসাঃ মিলন আক্তার,
৪/মোসাঃ শামীমা আক্তার, উভয় পিতা মৃত.মোঃ নাসির মিয়া,সর্ব সাং ৪৭ নং জি এ রোড, পোঃনবীগঞ্জ ১৪১২, থানাঃ বন্দর
জেলা নারায়নগঞ্জ।
৫/মোসাঃ রোকসানা আক্তার রুনা,পতি. মোঃ খোকন
৬/মোসাঃ আফনান আহমেদ অর্পিতা,পিতাঃ মোঃ খোকন,উভয় সাং ৩২ নং জি এ রোড,পোঃ নবীগঞ্জ,
১৪১২,থানাঃ বন্দর,জেলাঃ নারায়ণগঞ্জ।
উল্লেখ্য গত ২০ আগষ্ট থেকে এই মামলাকৃত সম্পত্তির উপর অবৈধ ভাবে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে রাকিব উদ্দিন চৌধুরী নাইম।এমতাবস্থায় নবীগঞ্জ ইসলাম বাগ জি এ রোড এলাকার খোকন ভেন্ডার তার বিরুদ্ধে প্রেস ব্রিফিং করেন।তার বক্তব্যে বলেন,আমরা পূর্বে অনেক বিচার, শালিশে বসেছি কিন্তু কোনো লাভ হয়নি।আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আল্লাহ ওদেরকে অনেক দিয়েছে, এই দখলকৃত সম্পত্তির জন্য পরকালে হিসাব দিতে হবে।নিজেদের মধ্যে সুরাহা করা দরকার।