মোস্তফা রিজওয়ানুল করিম কয়রা খুলনা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। (১সেপ্টেম্বর) বিকেল ৩ টায়, কয়রা উপজেলা বিএনপির আয়োজনে কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে এই ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রবিবার পা রাখলো ৪৭ বছরে। দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর তত্কালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় দশকের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি।
বন্যাপ্রীত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আবু সাঈদ বিশ্বাস
এসময় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন,নূর মোহাম্মদ জমিদার, মোল্লা একুব আলী,আবুল বাশার ডাবলু,আব্দুর রব খোকন, আজিজুল ইসলাম,কহিনুর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা,সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন ও যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা সহ সভাপতি, ডা. নুরুল ইসলাম কোখন,যুবদলের যুগ্ন- আহ্বায়ক আকবার হোসেন,যুবদলের যুগ্ন-আহ্বায়ক আনারুল ডাবলু,আছাদূল ইসলাম,আছাফুর রহমান,লিটু,ছাত্র দলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ,সদস্য সচিব মাহমুদ হাসান,ইমরান,আশিকুজ্জামান সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলসহ থানা- ইউনিয়ন- ওয়ার্ড পর্যায়ের পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কমনা করেন।