মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

দিনাজপুরে খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময় সভা

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

“চালের বহুমুখী ব্যবহার রয়েছে, বাজারে চাহিদা আছে” – আলী ইমাম মজুমদার

খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল শুধু মানুষের খাদ্যই নয়, এটি গরু-ছাগল, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। ফলে চালের উৎপাদনের সঙ্গে সঙ্গে এর বহুমুখী চাহিদা তৈরি হয়। যারা আমদানি করছে, তারা বাজারে মুনাফার সম্ভাবনা দেখেই আনছে। সুতরাং বাজারে চালের চাহিদা বিদ্যমান।

তিনি আরও বলেন, “যারা লাইসেন্স ছাড়া খাদ্যশস্য মজুদ করবে কিংবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সে স্পষ্ট উল্লেখ থাকে কতদিন ও কতটুকু পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখা যাবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।”

বুধবার (২০ আগস্ট) সকালে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ