মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

‎বিরলে তথ্য গোপন করে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ।। অভিযোগ দায়ের

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥

কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই প্রবাদ বাক্যের মতই দিনাজপুরের বিরলে সদ্য খাদ্যবান্ধব কর্মসূচী’র ডিলারশীপ নেয়ার সময় ২ জন ডিলারের বিরুদ্ধে তথ্য গোপন করে ডিলারশীপে অংশগ্রহণের লিখিত আবেদনের অভিযোগ দায়ের হয়েছে।
‎উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের মেসার্স শিশির ট্রেডার্স এন্ড এগ্রো ও ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্স এর প্রোপাইটরগণের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে অভিযোগ দায়েরের তথ্য পাওয়া গেছে।

‎অভিযোগে মেসার্স শিশির ট্রেডার্স এন্ড এগ্রো এর প্রোপাইটর মোঃ নুর ইসলাম ও মেসার্স শোভন ট্রেডার্স এর প্রোপাইটর আলহাজ্ব মোঃ তোবারক হোসেন এর স্থানীয় বাজারে কোন দোকানঘর ছাড়াই সদ্য তৈরিকৃত কাগজপত্রের মাধ্যমে যার বাস্তবে কোন অস্তিত্বই নেই এমন প্রতিষ্ঠান ডিলারশীপ হিসেবে নিয়োগ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানকে কিভাবে কোন উপায়ে যোগ্য তালিকায় অন্তর্ভূক্ত করে লটারীর মাধ্যমে নির্বাচিত করেছেন তা অনেকেরই বোধগম্য নয়। উপজেলার বিজোড়া ইউনিয়নের কাঞ্চন বাজারের মেসার্স শিশির ট্রেডার্স এন্ড এগ্রো এর প্রোপাইটর মোঃ নুর ইসলাম এর স্থানীয় বাজারে আলহাজ্ব আব্বাস আলী সুপার মার্কেটে কোন দোকানঘর ছাড়াই সদ্য তৈরিকৃত কাগজপত্রের মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার ঘটনায় স্থানীয়রা অবাক হয়েছে। অস্তিত্ববিহীন এ প্রতিষ্ঠানকে কোন উপায়ে অযোগ্য তালিকা হতে যোগ্য তালিকায় উত্তীর্ণ করে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়েছে প্রশ্ন তুলেছে অনেকে। এ বিষয়ে অপর আবেদনকারী মেসার্স তানভির ট্রেডার্স এর প্রোপাইটর মোছাঃ তানজিনা বেগম ও মেসার্স জবা, জুথি, জারা ট্রেডার্স, এর প্রোপাইটর মোঃ জুলফিকার আলী স্বাক্ষরীত আবেদনপত্রের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়েছে।

‎অপরদিকে, মোঃ তোবারক হোসেন পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি সদ্য “মেসার্স শোভন ট্রেডার্স” নামে প্রতিষ্ঠানের নাম তৈরি করে চুক্তিপত্র দেখিয়ে তথ্য গোপন করে ব্যক্তি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ডিলারশীপ গ্রহণ করেছেন। তবে কাজিপাড়া বাজারে তার জীবনে কখনও নিজস্ব বা ভাড়ায় কোন দোকান ঘর নিয়ে ব্যবসা করেছেন বলে স্থানীয়দের কেউ জানাতে পারেননি। তিনি অন্যজনের একটি ভ্যাটেরিনারী দোকান ঘর ফরমালিটিস মেইনটেইন করার জন্য চুক্তিপত্র তৈরি করেন এবং বর্তমান ভ্যাটেরিনারী ঘরটি নিজের বলে তথ্য প্রেরণ করেন। এ বিষয়ে অপর আবেদনকারী মেসার্স আজাহারুল ট্রেডার্স এর প্রোপাইটর মোঃ আজাহারুল ইসলাম (ধলু) আবেদনপত্রের মাধ্যমে অভিযোগ দায়ের করেন।

‎আবেদনকারীগণ দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত যোগ্য প্রতিষ্ঠানকে পূণরায় ডিলার নিয়োগের জন্য এবং তথ্য গোপনকারীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড়ালো দাবি জানিয়েছেন। এব্যাপারে উপজেলা খ্যদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন জানান, খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীদের আবেদন যাচাই-বাছাই করে যোগ্য/অযোগ্য তালিকা প্রকাশ করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তি জারী করে অভিযোগ দায়েরের সুযোগ রাখা হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত সম্পন্ন করে প্রকাশ্য লটারীর মাধ্যমে ৩ আগস্ট-২০২৫ তারিখে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ আদেশ প্রদান করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ