মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

শরণখোলার আকাশে দেখা গেলো অদ্ভুত “সোলার হ্যালো”

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি :

প্রতি দিন প্রভাতে রবির কিরণময় রৌদ্রস্নাত প্রকৃতি তার রূপ প্রদর্শন শেষে গোধূলি নামে। এটা দেখতে দেখতে আমরা অভ্যস্তহয়ে গেছি।
কিন্তু আজ মঙ্গলবার দুপুর ১২:৫০ মিনিটে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আকাশে দেখা মিললো এক অদ্ভুত সূর্যের। তবে এটা সূর্য বলয় বা সোলার হ্যালো নামে পরিচিত।

সূর্যের চারপাশে যে আলোর বলয় দেখা যায়, তাকে “সূর্য বলয়” বা “সৌর হ্যালো” (Solar Halo) বলে।

এটি সাধারণত ২২ ডিগ্রি ব্যাসার্ধের একটি বৃত্তাকার বলয় হিসেবে দেখা যায়, তাই একে “২২° বর্ণবলয়” (22° halo) নামেও বলা যায় ।

এই বলয়টি মূলত তখনই দেখা যায়, যখন সূর্যের আলো উচ্চমণ্ডলের সিরাস মেঘে থাকা ষড়ভুজাকার বরফ স্ফটিকের মধ্য দিয়ে প্রতিসরিত হয়।
এই প্রতিসরণের ফলে সূর্যের চারপাশে একটি বর্ণময় বলয় তৈরি হয়, যার অভ্যন্তরের প্রান্তে লাল এবং বাইরের প্রান্তে নীল রঙ দেখা যায় ।

সূর্য বলয় সাধারণত তখনই দেখা যায় যখন আকাশে পাতলা সিরাস মেঘ থাকে, যা প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থান করে।

তাছাড়া এই মেঘে থাকা বরফ স্ফটিক সূর্যের আলোকে প্রতিসরিত করে এই বলয় তৈরি করে ।
সাধারণ মানুষের মাঝে এই সূর্য বলয় আকস্মিক বিস্ময়কর ব্যাপার হয়ে দাড়িয়েছে। সাধারণ মানুষের মাঝে উদ্ভব ঘটে নানা আতঙ্ক ও প্রশ্ন?

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ