মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এলাকায় মোটরসাইকেল এক্সিডেন্ট বাবা- মেয়ের মৃত্যু।
গত শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে”সি সাই ফিলিং স্টেশন” এর সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর আব্দুল্লা ঘাটা মোল্লা বাড়ির মফিজুর রহমান বুলুর ছেলে মো. কাউসার আলম (৪২) ও মেয়ে জান্নাতুল মাওয়া তাশমিয়া (১৩)।
এ সময় আহত হয়েছে বড় মেয়ে তাওরিত (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউসার মোটরসাইকেল যোগে তার দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ফৌজদারহাট এলাকার সি সাইড ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে একটি মিনি ট্রাক মোটরসাইক পিছনে ধাক্কা লাগে।
এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় কাউসার।
আহত দুই মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছোট মেয়ে জান্নাতুল মাওয়া তাশমিয়াও মারা যায়। বড় মেয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
বার আউলিয়ার হাইওয়ে থানার উপ- পরির্দশক দীপক কুমার শীল বলেন, এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।মোটরসাইকেলটিকে ট্রাকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।পরে তার শিশু-কন্যা সন্তানদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার জন্য দায়ী ট্রাকটির চালকসহ আটক করা হয়।