
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম রেন্টু’র সভাপতিত্বে এবং ১০নং রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশে^রুল ইসলাম’সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা ২০১৮সালে এই মাঠে এসেছিলাম আমাদের ভোটের ক্যাম্পেইন করতে, আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম লিফলেট বিতরণ করতে কিন্তু সেই আওয়ামী লীগের হায়েনার কিছু চাটুকার ছিল, দোসর ছিল, যারা নিজেদেরকে অপরাজিত মনে করেছিল তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিকুল অবস্থার তৈরি করেছিল। তারা নির্মমভাবে নিষ্ঠুরভাবে সাধারণ মানুষকে জিম্মি করেছিল।
আজকে তারা আছে? তারা কিন্তু হারিয়ে গেছে। তারা আর আগামীতে সহজে আসতে পারবে না। এদেশের মানুষ তাদেরকে আর ক্ষমা করবে না। সারা দেশের মানুষকে যারা জিম্মি করেছিল, সেই দল আওয়ামী লীগ। তারা বাংলাদেশের মাটিতে আর কখনও রাজনীতি করতে পারবে না।
পরিশেষে প্রধান অতিথি অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এর নেতাকর্মীদের মাঝে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির বই বিতরণ দেন।