
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফ ও উখিয়া এলাকায় দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স পরিচয় এবং সিনিয়র কর্মকর্তাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, অপহরণ এবং ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা মোস্তাক আহম্মেদ (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে কক্সবাজারের রামু থানাধীন চেইন্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি স্মার্টফোন, একটি নোহা গাড়ি এবং নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত যুবক টেকনাফের পানখালী এলাকার মৃত কালামিয়ার ছেলে মোস্তাক আহম্মেদ (৪০)।
র্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে উখিয়া ও টেকনাফ এলাকায় মোস্তাক আহমেদ নামের এক ব্যক্তি নিজেকে র্যাবের সোর্স হিসেবে পরিচয় দিয়ে এবং র্যাবের সিনিয়র কর্মকর্তাদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছিল। তিনি মাদক কারবারি, ডাকাত ও সাধারণ জনগণের কাছ থেকে ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন।
এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং তাকে চিহ্নিত করে গ্রেফতারে অভিযান পরিচালনা করে।”
এ বিষয়ে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও প্রতারণা মামলা রয়েছে। র্যাব-১৫ এর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
কেউ যদি র্যাবের নাম বা পরিচয় ব্যবহার করে অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড করে, তাহলে তা র্যাব বা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
গ্রেফতারকৃত মোস্তাককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।