
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে বিরল থানা চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিরল থানার এ.এস.আই পলিন চন্দ্র রায়, এ.এস.আই মোরছালিন হোসেন, এ.এস.আই আনোয়ার হোসেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া ম্যানেজার মো. জাকেরুল ইসলাম, বিরল শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান, হিসাব রক্ষক মাহাবুবার রহমান’সহ রিক বিরল শাখা’র সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।