মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

ভোলায় মুক্তিযোদ্ধাদের এডহক কমিটি গঠন,

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতির গৌরব ও অহংকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। ২৭শে জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত ১১ সদস্যের এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন সিকদার-কে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, আ ফ ম নুরুল আমিন শাজাহান, শামসুল আলম, মাহফুজুর রহমান, আছমত আলি মিয়া, ওবায়দুল ইসলাম, মানিক মিয়া, আব্দুল হাদী মাসুদ ও মফিজুল হক।

এ সময় সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে।

কমিটি গঠনের সংবাদে জেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ